আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি :
সাভারের বিরুলিয়া এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২২ বছর বয়সী এক শিক্ষার্থী মাদকাসক্তদের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, যখন ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ানো শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, এলাকার তিনজন চিহ্নিত মাদকাসক্ত — সোহেল, বিপ্লব ও মিঠু রোজারিও — তাকে জোরপূর্বক ধরে গয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী প্রথমে লজ্জা ও ভয়ের কারণে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার প্রতিবাদে শুক্রবার স্থানীয়রা ‘বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করেন। জুমার নামাজের পর অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: কালের কণ্ঠ