1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরিচিত শহরে ভরসা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের হেল্পডেস্ক” জবিতে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৪৩ জন অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে : উপাচার্য জাককানইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার : বিস্ফোরক মন্তব্য ছাত্রদল আহ্বায়কের জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও চাঁদা দাবির অভিযোগ এনে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল মেধায় প্রথম: তবুও “ভুয়া” পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর

বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

প্রত্যয় গাঙ্গুলী

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুটেক্সের মূল ক্যাম্পাসসহ ঢাকার আরও তিনটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা সিটি কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ১৫ হাজার ৫৫৭ জন প্রার্থীর মধ্যে ১২ হাজার ১৪০ জন ভর্তিচ্ছু প্রবেশপত্র সংগ্রহ করেছেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর নির্ধারিত রয়েছে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২৫ জানুয়ারি।

এদিকে ভর্তি পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সিট প্ল্যান পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত বড় একটি অংশের শিক্ষার্থী কোনো বার্তা পাননি। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে রেজিস্ট্রার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ পর্যায়ে নতুন করে আর এসএমএস পাঠানো হবে না। পরে আইডি অনুযায়ী কেন্দ্র নির্ধারণ সংক্রান্ত সিট প্ল্যানের তালিকা আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে সিট প্ল্যান প্রকাশের পর দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অচল থাকায় অনেক শিক্ষার্থী প্রবেশ করতে পারেননি, ফলে তারা চরম ভোগান্তির শিকার হন।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এবার মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ঢাকা সিটি কলেজে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মেধাবী ও যোগ্যরাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। সকল পরীক্ষার্থীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

শেয়ার করুন...

অন্যান্য...