মো সিয়াম আবু রাফি
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসে পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক বসিয়ে বিনামূল্যে সেবা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ।
শুক্রবার (৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে আশেপাশে হেল্পডেস্ক গুলো বসানো হয় ।
হেল্পডেস্ক পর্যবেক্ষন করে দেখা যায় বিনামূল্য শিক্ষার্থীদের মোবাইল ফোন, খাবার পানি, স্লাইন, বই ও অভিভাবকদের বসার জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা করছে।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, নতুন শহরে এসে কোথায় যেতে হবে, কোন ভবনে পরীক্ষা, এবং প্রয়োজনীয় তথ্য কোথায় পাওয়া যাবে— সে বিষয়ে জেলা কল্যাণ হেল্প ডেস্ক তাদের অনেক সুবিধা করে দিয়েছে। এর ফলে অজানা জায়গার বিভ্রান্তি কমে গেছে এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।
এই বিষয় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী রাফি জানান, অপরিচিত পরিবেশে এসে নিজ জেলার বড় ভাই এবং আপুদের এই সহযোগিতাগুলো আমাদের অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত রাখছে। এছাড়াও আমাদের সাথে নিয়ে আসে প্রয়োজনীয় বই, মোবাইল সহ বিভিন্ন সমাগ্রীক গুলো নিয়ে চিন্তা ছাড়াই রাখতে পারছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ আহ্ববায়ক, এম তানভীর রহমান বলেন, ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের কল্যাণে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। পরীক্ষার্থীরা এই সেবাকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কুমিল্লা থেকে আসা একজন অভিভাবক আম্বিয়া খাতুন বলেন, “অপরিচিত শহরে এসে কোথায় যেতে হবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। হেল্প ডেস্ক থেকে লোকেশন, ভবন নম্বর আর প্রয়োজনীয় তথ্য পেয়ে আমরা খুব স্বস্তি পেয়েছি।”
আরেকজন অবিভাবক রাবেয়া চৌধুরী বলেন “এমন সেবা থাকায় সন্তানকে নিয়ে নিরাপদ অনুভব করেছি। ভবিষ্যতেও এ উদ্যোগ চলুক—এটাই আশা।”
এছাড়া জেলা ছাত্রকল্যাণ যুগ্ম আহ্বায়ক, এআর রহমান বলেন, “সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিবছরের ন্যায় এবারো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় আমরা হেল্প ডেস্ক নিয়ে কাজ করছি। আগত পরীক্ষার্থীদের সাথে গার্ডিয়ানদের বসার ব্যবস্থা করা ও তাদের ব্যাগ ও মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই সেবা আগামীতেও চলমান থাকবে। ছাত্র-ছাত্রীদের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করে যাবে ইনশাআল্লাহ।”