1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরিচিত শহরে ভরসা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের হেল্পডেস্ক” জবিতে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৪৩ জন অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে : উপাচার্য জাককানইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার : বিস্ফোরক মন্তব্য ছাত্রদল আহ্বায়কের জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও চাঁদা দাবির অভিযোগ এনে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল মেধায় প্রথম: তবুও “ভুয়া” পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর

অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও চাঁদা দাবির অভিযোগ এনে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

শামসুর রহমান হৃদয়
গাইবান্ধা

জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন শরিফুল ইসলাম আকাশ। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে সংগঠনের ভেতরে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, অযোগ্য নেতৃত্ব চাপিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে কমিটি গঠনের মতো গুরুতর অনিয়ম লক্ষ্য করছেন, যা তার ব্যক্তিগত নীতি ও সাংগঠনিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলার অন্যতম মূল সংগঠক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাংগঠনিক সভা আয়োজন, জুলাই-আগস্টে আহতদের খোঁজখবর নেওয়া এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ছিলেন।

পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটিতে এমন একজনকে আহ্বায়ক করা হয়েছে, যিনি কখনোই জাতীয় ছাত্রশক্তির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং তার ছাত্রত্বও নেই। বরং তিনি অতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির বিরোধিতায় সক্রিয় ছিলেন।

তিনি আরও জানান, রংপুর বিভাগীয় এক সহ-সাংগঠনিক সম্পাদক তাকে ফোন করে কমিটির বিষয়ে চাপ সৃষ্টি করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই দাবি প্রত্যাখ্যান করার পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করা হয় এবং পরবর্তীতে প্রস্তাবিত কমিটি বাতিল করে নতুন কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহিত করা হলেও কেউ দায় স্বীকার করেননি বলে দাবি করেন তিনি।

শরিফুল ইসলাম আকাশ বলেন,“অযোগ্য নেতৃত্ব ও অর্থের বিনিময়ে কমিটিকে প্রাধান্য দিয়ে গাইবান্ধা জেলায় নেতৃত্ব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জুলাই মাসে আমার জেলায় ছয়জন শহীদ হয়েছেন এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। সেই চেতনার বিরুদ্ধে গিয়ে কোনো আপস আমি করতে পারি না।”
পদত্যাগপত্রে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বায়ক কমিটি গঠনে অর্থ লেনদেন হয়েছে কি না,তা তদন্তের দাবি জানান এবং যোগ্যতা, সততা,পরিশ্রম ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটি সংশোধনের আহ্বান জানান।

সবশেষে তিনি দলের মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শেয়ার করুন...

অন্যান্য...