জবি করেসপন্ডেন্ট:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং সম্পন্ন হয়েছে। আগামী ১ সপ্তাহের মাঝে জকসু নীতিমালা পাশের আশা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল ইসলাম বলেন, ‘আমরা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং সম্পন্ন করেছি। এখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স, পুলিশের আইজিপি, নির্বাহী কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি এবং সকল উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে আমাদের মিটিং সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি এক সপ্তাহের মাঝে আমরা নীতিমালা পাশ হবে। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য নীতিমালা পাঠানো হয়েছে। আমরা শিগগিরই হাতে পাবো আশা রাখছি।’
তিনি আরোও বলেন, ‘এখানে জকসু বিষয়ে প্রস্তুতি ও নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে কো-অপারেশন নিয়ে কথা হয়েছে। সর্বোচ্চ সহোযোগিতায় বিষয়ে তারা নিশ্চিত করেছেন।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই রোডম্যাপ অনুযায়ী, আইন পাসের পর আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।