1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপরিচিত শহরে ভরসা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের হেল্পডেস্ক” জবিতে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৪৩ জন অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে : উপাচার্য জাককানইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার : বিস্ফোরক মন্তব্য ছাত্রদল আহ্বায়কের জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও চাঁদা দাবির অভিযোগ এনে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল মেধায় প্রথম: তবুও “ভুয়া” পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর

খুলনা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মো. ফাহাদ হোসেন সাজিদ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের সাথে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর পরিচিতি সভা আজ ১২ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

নবাগত শিক্ষকদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষকবৃন্দ। তাই জাতির প্রত্যাশা পূরণে শিক্ষক হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ, একাডেমিক শৃঙ্খলা এবং ইতিবাচক পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই; তারা এখানকার শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্পর্কে গভীরভাবে অবগত। শিক্ষার্থী হিসেবে আলো ছড়ানোর পর এখন শিক্ষক হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, যোগ্য শিক্ষক ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের কাছে শিক্ষকই আদর্শ- তাই আমাদের তরুণ শিক্ষকদের বিশ্বমানের শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রজন্মের রোল মডেল হতে পারেন।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন এবং বিজয়’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা।

নবীন শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মোঃ মতিউর রহমান এবং আইন ডিসিপ্লিনের প্রভাষক মুমতাহিনা ফেরদৌসি। অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন...

অন্যান্য...