নোবিপ্রবি প্রতিনিধি:
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও পানি ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি সাদা দল। শুক্রবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানান শিক্ষক নেতারা।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই হামলা অমানবিক ও অগণতান্ত্রিক। এটি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবি—মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। এ দাবিগুলোকে যৌক্তিক ও ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছে সংগঠনটি।
সাদা দল আরও জানায়, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, আমরা আন্দোলনরত শিক্ষকদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাই। সরকারের উচিত হবে দ্রুত আলোচনার মাধ্যমে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া।