1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপরিচিত শহরে ভরসা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের হেল্পডেস্ক” জবিতে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা দিলেন ৮ শিক্ষার্থী জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়ছেন ৪৩ জন অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে : উপাচার্য জাককানইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার : বিস্ফোরক মন্তব্য ছাত্রদল আহ্বায়কের জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও চাঁদা দাবির অভিযোগ এনে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল মেধায় প্রথম: তবুও “ভুয়া” পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর

‘নতুন তারা উজ্জ্বল নক্ষত্র’ শিরোনামে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি:

নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিকাল ৩টায় ইংরেজি বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায় ভালো হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তোমাদের জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। জীবনকে সুন্দর করে তোলার মাধ্যমেই তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে পারবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না বরং সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাবে, তবেই তোমরা সফল হতে পারবে ও যোগ্য মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা। এছাড়াও অনুষ্ঠানে বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।

শেয়ার করুন...

অন্যান্য...