মো. ইকরাম মাহমুদ প্রধান, জাবিপ্রবি প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পরিবহন বহরে যুক্ত হয়েছে নতুন একটি বাস।
দীর্ঘদিন শিক্ষার্থীদের দাবির পর প্রশাসন অবশেষে নতুন বাসটি সংযোজন করেছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই শহরে বসবাস করেন। এতদিন তাদের যাতায়াতের জন্য মাত্র চারটি বাস থাকায় প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হতো।
নতুন বাস সংযোজনের ফলে সেই দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী বলেন, “অনেক দিন ধরে আমরা নতুন বাসের দাবি জানাচ্ছিলাম। অবশেষে প্রশাসন আমাদের কথা শুনেছে, এতে সত্যিই স্বস্তি পেয়েছি।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে ভবিষ্যতে পরিবহন ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।