সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষকদেকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সংক্ষিপ্ত বক্তব্যসহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালনের অংশ হিসেবে আজ রোববার সকাল ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে সমাপনী বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো: আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আরোও উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো: ওমর ফারুকসহ অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ।
সকল শিক্ষকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে কোষাধক্ষ্য বলেন, বাংলাদেশ সহ সকল জায়গায় শিক্ষকদের মর্যাদা অনেক বেশী। আমাদের নানা আত্মত্যাগ,গ্লানি সবকিছুর উর্ধে যে আত্মমর্যাদা রয়েছে সেটা আমাদের নিজেদের কার্যপিরিধির মধ্য দিয়ে আমরা যে ছাত্র-ছাত্রী তৈরী করবো তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা অমলিন থাকবো এই প্রত্যাশা রাখি।
তিনি আরোও বলেন, জানুয়ারিতে নতুন একটি পে-স্কেল আসার সম্ভবনা রয়েছে। সেটা যেনো অতি দ্রুত ও বাস্তবসম্মত হয় এবং শিক্ষকদের জন্য ভিন্ন পে-স্কেল দেওয়া হবে আশা করি। শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলে স্বতন্ত্র বেতন থাকা হোক এটা আমাদের জোরালো দাবি।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে। ২০২৪ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘রিকাসটিং টিচিং এজ এ কোলাবরেটিভ প্রফেশন’।