ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি :
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ অক্টোবর, ২০২৫ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ – এর শোভাযাত্রা ও আলোচনা সভায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রহমান, স্বর্ণীল মণ্ডল, বিভূতী ভূষণ মাহাতো, মোঃ রাহাত রহমান এবং বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন-এর প্রতিনিধিবৃন্দ।