বিশ্ববাজারে স্বর্ণের উত্থান যেন থামছেই না; বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনা ও বিশ্বে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ কিনছেন। এতে বুধবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৪ হাজার ডলারের নতুন মাইলফলক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২ দশমিক ৫৩ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ ডলারে।’