সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে সিএসই-১৩ ব্যাচ ও রানার্সআপ সিএসই-১৫ ব্যাচ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল তিনটায় যবিপ্রবির সিএসই বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সিএসই-১৫ বনাম সিএসই-১৩ ব্যাচের মধ্যকার ফাইনাল খেলায় ১-০ গোলে জয়ী হয় সিএসই-১৩ ব্যাচ। পুরো টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সিএসই-১৫ ব্যাচের মোঃ আসিফ মিয়া। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের পুরষ্কার তুলে দেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিভাগের শিক্ষকরা।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন যবিপ্রবি সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আলম হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ, প্রভাষক শেখ সালাউদ্দিন কবির, জুবায়ের আল মাহমুদ এবং এসএম আরিফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সকল শিক্ষার্থী সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জাস্ট সিএসই ক্লাবের পরিচালনায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে বিভিন্ন ব্যাচের পাঁচটি টিম অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে।