1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাককানইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার : বিস্ফোরক মন্তব্য ছাত্রদল আহ্বায়কের জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন নেতৃত্ব: আহ্বায়ক মিরাজুল, সদস্যসচিব নিরব অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও চাঁদা দাবির অভিযোগ এনে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল মেধায় প্রথম: তবুও “ভুয়া” পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর যবিপ্রবিতে অব্যাহতির এক মাস পর নোটিশ জারি: প্রশাসনিক উদাসীনতার অভিযোগ যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা ‘আরণ্যক ২.০’ নিটারে যাত্রা শুরু বহুল প্রতীক্ষিত ব্লাড ডোনেশন সোসাইটির জকসু : শিবির সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আরিয়ান-শাহরুখ-গৌরীর বিরুদ্ধে সমীরের মানহানির মামলা খারিজ

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের প্রযোজক শাহরুখ খান ও গৌরি খানের ‘রেচ চিলিজ এন্টারটেইনমেন্ট’ ও ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’র বিরুদ্ধে মানহানির মামলা করেন ভারতের প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ মামলা খারিজ করে দেন দিল্লির হাই কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াংখেড়ের দাবি ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ইচ্ছাকৃতভাবে সমীর ওয়াংখেড়ের খ্যাতিকে রঙিন এবং পক্ষপাতদুষ্টভাবে নষ্ট করার উদ্দেশে তৈরি এবং বাস্তবায়িত করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, রেড চিলিজের নির্মিত এবং নেটফ্লিক্সের সম্প্রচারিত মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর ভিডিও টেলিভিশন সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’।

এটি মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে নেতিবাচক এবং ভিত্তিহীন। শুধু তাই নয়, আইনের প্রয়োগ নিয়ে সাধারণ মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে সিরিজটি। তাই মামলায় ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন সমীর।

দিল্লির হাই কোর্ট সমীরের দায়ের করা মামলাটি আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খারিজ করে দেন। মামলাটি খারিজ করার কারণ হিসেবে হাই কোর্ট জানায়, এই ঘটনার সূত্রপাত বা কারণ দিল্লিকে ঘিরে নয়, তাই এই মামলা দিল্লিতে কার্যকর নয়।

শুধু তাই নয়, সমীরকে হাই কোর্ট প্রশ্ন করেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ব্যঙ্গ করে তাকেই দেখানো হয়েছে, কীভাবে প্রমাণ করা যায়?

সমীরের কাছে এ মামলার যৌক্তিকতাও জানতে চান দিল্লি হাই কোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব। কারণ ওয়েব সিরিজটিতে কোথাও সমীরের নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, আরিয়ান পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর বিরুদ্ধে ভারতের জাতীয় প্রতীক অবমাননার অপরাধের অভিযোগও করেন সমীর ওয়াংখেড়ে। সিরিজটিতে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ভারতের জাতীয় প্রতীকের অংশ ‘সত্যমেব জয়তে’ বলার পরে মধ্যমা দেখায়। এটি ১৯৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ (দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট) লঙ্ঘিত করে। তবে সমীরের এ অভিযোগও মান্যতা দেয়নি দিল্লির হাই কোর্ট।

শেয়ার করুন...

অন্যান্য...